Sunday, February 16, 2020

আমাদের ইতিহাস ও ঐতিহ্যর ফটিকছড়ি

Picture
ফটিকছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এর আয়তন ৭৭৩ বর্গ কিলো মিটার এবং এটি জেলার সবচেয়ে বড় উপজেলা।  ১৯১৮ সালে এই থানার (সাবেক) সৃষ্টি হয়।
ভৌগোলিক অবস্থান
 
 
ফটিকছড়ি ২২.৩৫ ডিগ্রি হতে ২২.৫৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯১.৩৮ ডিগ্রি হতে ৯১.৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। পূর্বে পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ি, লক্ষীছড়ি এবং চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা, পশ্চিমে মীরশ্বরাই ও সীতাকুন্ড উপজেলা, উত্তরে রামগড় উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে হাটহাজারী উপজেলা।

 

নামকরন 


ফটিক অর্থ স্বচ্ছ আর ছড়ি অর্থ খাল। এ উপজেলার নামকরণ করা হয়েছে  ফটিকছড়ি নামক একটি ছোট্ট খালের (নদী) নামে।  চট্টগ্রামবাসী ছোট ছোট খাল বা নদীকে ছড়া বা ছড়ি বলে। যেমন- হারুয়ালছড়ি, রক্তছড়ি. পটিয়ালছড়ি, শোভনছড়ি ইত্যাদি।  পশ্চিমে সীতাকুন্ডু পাহাড় থেকে উৎপন্ন ছোট ছোট ছড়া  হেরলী, ডলুবন্যা, নাকোঁয়া, পিনপিন্যা, লইক্ষ্যা তথা ইক্ষা প্রভৃতির মিলিত স্রো্ত ধারার নাম- ফটিকছড়ি। ইহা পশ্চিমের রিজার্ভ ফরেষ্ট ও হারুয়ালছড়ির উপর দিয়ে এঁকে বেঁকে পূর্বদিকে প্রবাহিত হয়ে পাইন্দং ইউনিয়নের যোগিনী ঘাটায় এসে হালদা নদীর সাথে মিলিত হয়েছে। একসময় ফটিকছড়ি উপজেলার অবস্থান ছিল ভুজপুরের দক্ষিণ প্রান্তে প্রবাহিত এই ফটিকছড়ি খালটির তীরে। ওই খালের পাড়ে পুর্ব ও পশ্চিম ফটিকছড়ি গ্রাম দুটো এখনো স্বনামেই আছে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দৌলতপুরের প্রখ্যাত ব্যাবসায়ী আবদুল বারী চৌধুরীর প্রচেষ্টায় উক্ত অবস্থান থেকে ফটিকছড়ি ধুরুং ইউনিয়নের বিবিরহাট নামক স্থানে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এতে অবশ্য নামের কোন পরিবর্তন হয়নি। নদীর নামে নাম, ফটিকছড়ি উপজেলার নামটি অবিকল থেকে যায়।  

Picture

ফটিকছড়ির মানচিত্র

  Picture

Sunday, June 23, 2013

ফটিকছড়িতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

Fatickchair-Picফটিকছড়িতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম যোগদান করেছেন। তিনি বিশতম নির্বাহী কর্মকর্তা হিসেবে রোববার কর্ম দিবস থেকে তিনি দায়িত্ব গ্রহন করেন।
ফটিকছড়িতে যোগদানের পূর্বে নজরুল ইসলাম সীতাকুন্ড উপজেলার সহ-কারী কমিশনার(ভূমি) দায়িত্বে ছিলেন।
রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন-ফটিকছড়িতে কর্মকালীন সময়ে প্রশাসনিক ও জনমুখীতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। অপরাধ ও দুর্ণীতি কঠোর হস্তে দমন করা হবে ।
এর আগে বিদায় নেন ১৯তম নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ। ২০১১ সালের ৭ মার্চ যোগদান করা এ নির্বাহী কর্মকর্তা কর্মদক্ষতার মাধ্যমে ফটিকছড়িবাসীর প্রিয় অফিসারে পরিনত হন।

ফটিকছড়িতে বালি উত্তোলনের কারণে কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত ব্রীজগুলো ধসে যাওয়ার আশঙ্কা ও উপকুলবর্তী বাড়ি-ঘর ধসে যাচ্ছে।

ফটিকছড়ির থানা সদরের বাঁশঘাটা, রাজঘাটা, আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের উপর কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত পাকা ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর ধসে যাওয়ার আশঙ্কা ও আশপাশের বসতি ঘর-বাড়ি খালের ভাঙ্গনে ধসে বিলিন হয়ে যাচ্ছেএলাকাবাসীর অভিযোগে প্রকাশ, উল্লেখিত ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর আশপাশের সড়কগুলো ভেঙ্গে গর্তে যাতায়াত বিঘ্ন সৃষ্টি হয়েছেসম্প্রতি এলাকাবাসীর পক্ষে সালাউদ্দিন ও নুরুল আলম সাবেক †g¤^vi গং লিখিতভাবে এক ¯^viKwjwc বালিবন্ধের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফটিকছড়ি ও সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ির বরাবরে পেশ করেছেবালি পাচারকারীদেরকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করলেও বালি পাচারকারীরা রাত দিন ট্রাকভর্তি বালি বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছেব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলন না করে অন্য স্থান থেকে বালি উত্তোলনের জন্য আদেশ দিলেও বালি পাচারকারীরা প্রশাসনের আদেশ-নির্দেশ মানছে না বলে এলাকাবাসীর অভিযোগসরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা আরও জানান, রাজঘাট, বাশঁঘাট ও ধুরুং স্লুইচগেট পর্যন্ত উভয় কূলবর্তী বাসিন্দাদের বসতিবাড়ি ভেঙ্গে ধসে বিলিন হয়ে যাচ্ছেএছাড়া আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের ব্রীজের আশপাশের থেকে একই নিয়মে বালি উত্তলনের ফলে ব্রীজগুলো অচিরেই ধসে ভেঙ্গে যাবেযার ফলে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার এলাকাবাসী উপজেলা থানা সদরের সাথে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মারাত্নক ক্ষতির সম্মুখীন হবেউপরোক্ত বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ এর কাছে জানতে চাইলে, তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার ভূমিসহ আলোচনা করেছি এবং জেলা প্রশাসককে জানানো হবেযেহেতু জেলা পরিষদের থেকে বালি পাচারকারীরা বালি উত্তোলনের ইজারা নিয়েছেনএই ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review